ছাতকে মোটরসাইকেল খাদে পড়ে ২ বন্ধু নিহত

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইল গ্রামের মোটরসাইকেল খাদে পড়ে শুক্রবার দিনগত রাতে দুই বন্ধু নিহত হয়েছে।

এসময় অপর বন্ধু সামেয় (২০) আহত হয়।

নিহতরা হচ্ছেন, নোয়ারাই ইউনিয়নের কাড়–ইল গ্রামের মাসুম (২২) বারকাহন গ্রামের বাবুল তালুকদারের ছেলে জনি(২৩)। এর মধ্যে জনি ঘটনাস্থলে ও মাসুমকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আহত সায়েমকে সিলেট এমএজি ওসানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মাসুম,জনি ও সায়েম ৩ বন্ধু গ্রামের সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়ায়। ঘুরতে ঘুরতে রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফেরার পথে আড়ইল গ্রামের সড়কে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশিদ বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।

x