যুবকরাই দেশের চালিকা শক্তি : আবুল কালাম
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের নবর্নিবাচিত চেয়ারম্যান আবুল কালাম বলেছেন, যুবকরাই দেশের চালিকা শক্তি।
শনিবার দুপুরে উপজেলার পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ দিন ব্যাপী গরু মোটাতাজা করণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমীর আলীর সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পেয়ার আহমেদ-এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আবুল কালাম বলেন, প্রশিতি যুব সমাজ দেশের উন্নয়নেই ভূমিকা রাখবেনা। একটি পরিচন্ন দেশ ও জাতি হিসেবে দেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে।
তিনি আরো বলেন, দেশে বেকার যুবক-যুবতীদের প্রশিতি করে তুলতে বর্তমান সরকার আন্তরিকবাবে কাজ করে যাচ্ছে।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।