সুনামগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দেলন সুনামগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলার লনশ্রী ইউনিয়ন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দেলনের সভাপতি মুহাম্মদ হুসাইন আল-হারুন-এর সভাপতিত্বে সম্মেলনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এস এম এমদাদুল্লাহ ফাহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, মুফতী ফখরুদ্দীন, মাওলানা শহীদুল ইসলাম,মাওলানা বেলাল আহমদ বেলালী, মাওলনা আব্দুল কাদির, আশরাফ আলী, মাওলানা হুসাইন আহমদ, হায়দর আলী ও ক্বারী মুহিবুল হক।

মু. কাউসার আহমদ ও মু. জহিরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মু.সুহেল আহমদ, সদর থানা শাখার সাধারণ সম্পাদক মাসুম আহমদ,ছাতক থানা সভাপতি মু.মশফিক আল মাশরুর,কামাল উদ্দিন, হাফিজ নাজমুল ইসলাম, তোফায়েল আহমদ, মাস্টার সেলিম, মাওলানা আলীম উদ্দিন,্ আনোয়ার হুসাইন, এনামুল হক রেজা, আব্দুস সালাম আল-মাসুম, জমিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে সম্মেলনে মুহাম্মদ হুসাইন আল-হারুন কে সভাপতি এবং মো.জমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য জেলা কমিটি গঠন করা হয়েছে।

x