তাহিরপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্তা প্রাস্তাব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দণি ইউনিয়নের চেয়ারম্যান সবুজ আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে অনাস্তা প্রবাস্তাব দিয়েছেন একই পরিষদের ৯ জন সদস্য।
রোববার ৯ জন ইউপি সদস্য স্বারিত অনাস্তাপ্রস্তাব তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্যালয়ে দাখিল করা হয়।
এর পর বিকেল সাড়ে ৩ টায় ইউপি সদস্যরা একই অভিযোগ এনে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ, সংরতি মহিলা সদস্য মিনারা খাতুন, ৫ নং সাইফুল ইসলাম, ৬ নং সদস্য জয়নাল আবেদীন, ৭ নং সদস্য হুমায়ুন কবির, ৮ নং রশিদ মিয়া, মো. জহির মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান সবুজ আলম, টাকার বিনিময়ে ভিজিডি কার্ড,বয়স্ক ভাতা, বিধাব ভাতার কার্ড প্রদান করে আসছেন। তিনি বিনা অনুমতিতে দেশের বাহি ও যাওয়া-আসা, ইউপি সদস্যদের সঙ্গে অসদ আচরণ এবং নিয়ম বহিভূতভাবে বিভিন্ন খেয়া ঘাট নিজ দেওয়া, মসজিদ, মাদ্রাসার নামে চাদাবাজি করে আসছেন।
এদিকে বড়দল ইউপি চেয়ারম্যান সবুজ আলম জানান, ইউপি সদস্যদের অবৈধভাবে সুযোগ-সুবিধা না দেওয়ার কারণে তারা তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দায়ের করেছে।