ছাতকে প্রধান শিক্ষকের কারাদন্ড
সহকর্মীকে উত্যক্ত করার অপরাধে সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলীকে রোববার ৪মাসের কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বিকেল সাড়ে ৩ টায় স্ব্যা প্রমান শেষে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ছাতক উপজেলা নির্বার্হী কর্মকর্তা আইনুর আক্তার পান্না এ দন্ড প্রদান করেন।
পুলিশ জানায়, দীর্ঘ দিনধরে পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক মারফত আলী একই বিদ্যালয়ের এক সহকারি শিকিাকে উত্যক্ত কওে আসছেন। সকালে ওই শিকিা উপজেলা শিা অফিসারের বরাবরে এব্যাপরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শিা অফিস অভিযোগ পেয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আইনুর আক্তার পান্না কে অবহিত করেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা অভিযুক্ত প্রধান শিক্ষককে ডেকে পাঠান তার কার্যালয়ে। পরে স্বাক্ষ্য প্রমান শেষে প্রধান শিক্ষক মারফত আলীকে চার মাসের কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা করেন।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।