সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রায় বর্ষবরণ

এসো হে বৈশাখ, এসো এসো-বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এ গানের কলি দিয়ে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ করা হলো ।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সুনামগঞ্জে বর্ষবরণ উপলে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টায় আনন্দ শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বের হয়ে স্থানীয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও এজিও সংস্থার কর্মীরাসহ শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী । এসময় অনেকের মধ্যে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. হারুণ অর রশিদ ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় অনেকে যেমন খুশি তেমন সাজোতে অংশ নেন। এতে পালকি, ঢাক-ঢোল, ঘোড়া ও মহিষের গাড়িসহ চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, পুরনো দিনের সব ব্যর্থতা, গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এবার বর্ষবরণ অনুষ্ঠান চলছে।

এদিকে নববর্ষকে বরণ করতে সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠি, লোকদল শিল্পী গোষ্ঠী, শিল্পকলা একাডেমি, সরকারি কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

x