সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫

সিলেট সদর উপজেলার বলাউরায় জলমহাল দখলকে কেন্দ্র করে দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। গুলিবিদ্ধ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা ও মুরশেদ আহমদের লোকজনের মধ্যে সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বলাউরা গ্রামের পাশে জিলকার হাওরে একটি জলমহাল ভোগদখল করে আসছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা ও তার ব্যবসায়িক অংশীদাররা। সকাল ৮টায় ছাতকের মুরশেদ আহমদ ও বলাউরার কাশেমের নেতৃত্বে শতাধিক ব্যক্তি ওই জলমহাল দখল নিতে আসেন। এ সময় শাহজামাল নূরুল হুদার লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ শতাধিক ব্যক্তি আহত হন।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

x