দিরাই ডিগ্রি কলেজে বর্ষবরণ
বাংলানববর্ষকে বরণ করেছে সুনামগঞ্জের দিরাই ডিগ্রি কলেজের শিার্থীরা । স্নাতক প্রথম বর্ষের শির্থীদের উদ্যোগে এ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্য মিহির রঞ্জন দাস কেক কেটে দিবসের শুভ সূচনা করেন।
পরে শর্িীরা যেমন খুশি তেমন সাজোতে অংশ নেন। এতে পালকি প্রদর্শণ ও ঢাক-ঢোল পিঠিয়ে, বাদ্যযন্ত্রে তালে তালে নেচে গেয়ে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দুপুর ১ টায় কলেজ প্রাঙ্গনে বাংলাবিভাগের প্রভাষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্য মিহির রঞ্জন দাস। জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক জনাব রুনু রঞ্জন ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি নজরুল ইসলাম রানা, সহিত্যকর্মী জনি হাসান, লোকগীতি সংগ্রাহক ফারুকুর রহমান চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে স্নাতক প্রথম বর্ষের শিার্থী ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন ।