ছাতকে মোটরসাইকেল খাদে পড়ে আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়–ুইল গ্রামের মোটরসাইকেল খাদে পড়ে আহত মোটরসাইকেল আরোহী সামেয় (২০) চিকিৎসাধীন অবন্থায় মারা গেছেন।

সায়েম মঙ্গলবারবার দুপুর ১২ টায় সিলেট ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে।

নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল বিসয়টি সুনামগঞ্জ মিররকে সায়েমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আহত সায়েমকে প্রথমে সিলেট এমএজি ওসানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কার হয়। শনিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে তাকে সিসলেট ইবনেসিনা হাসপাতালে স্থান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সায়েম শুক্রবার রাতে অপর দুই বন্ধু নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যান। বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১ টার দিকে কাড়ুইল গ্রামের সড়কে কুকুর বাচাতে মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এসময় সায়েমের বন্ধু নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের বাবুল তালুকদারের ছেলে জনি(২৩) ঘটনাস্থলে এবং মাসুম (২২) হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

x