সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
সিলেট জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পুরাতন কমিটি ভেঙে দিয়ে মঙ্গলবার রাত ১১টায় দশ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নব ঘোষিত কমিটিতে অ্যাডভোকেট নুরুল হককে আহ্বায়ক, দিলদার হোসেন সেলিম, অ্যাডভোকেট আবদুল গাফফার, আবুল কাহের শামীম, আবদুর রাজ্জাক, আলী আহমদ, আবদুল মান্নান, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও ইমরান আহমদ চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং তাহসিনা রুশদী লুনাকে প্রথম সম্মানিত সদস্য রাখা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেছেন।