শাবি’তে ক্যারিয়ার ফেস্টিভাল শুরু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুধবার থেকে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভাল শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংগঠন ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় চাকরির জনপ্রিয় ওয়েবসাইট বিডিজবস ডটকম এই ফেস্টিভালের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বুধবার সকাল ১১টার দিকে এ ফেস্টিভালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া। এ ধরনের প্রোগ্রাম আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. কবীর হোসেন, বিডিজবস ডটকমের ম্যানেজার প্রকাশ রায় প্রমুখ।
বিকেলে ফ্রিল্যান্সিংয়ের ওপর একটি সেমিনারের আয়োজন করা হয়।
ফেস্টিভালের প্রথম দিনে ১৮টি প্রতিষ্ঠানের ৪৫টি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন সদ্য ও আগামী কয়েক মাসের মধ্যে স্নাতক সম্পন্ন করা শাবির শিক্ষার্থীরা। আবেদন করা শিক্ষার্থীদের সাক্ষাৎকার বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে।