ষষ্ঠ দফা ১৪ উপজেলায় ভোট ১৯ মে

ষষ্ঠ দফা উপজেলা নির্বাচনে ১৪ উপজেলায় সম্ভাব্য ভোটগ্রহণ ১৯ মে।

বুধবার বেলা সোয়া ৪টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন কমিশন সচিবালয়ে ৬ষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কমিশন জানায়, ২৪ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, বাছাই ২৬ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩ মে।

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে এর আগে ৫ দফায় ৪৫৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

x