ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩৫
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া ও রাজাপুর গ্রামবাসীর মধ্যে পূর্ববিরোধের জের ধরে বুধবার সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে।
গুরুতর আহত আব্দুর রহমান (৩০), হাবিব (৩৫), ইলিয়াস (২৫), দুদু (২৮), আশিক (২৮), শাহাব উদ্দিন (২০), মশহুদ আহমদ (৫০), হোসাইন (২৯), ফারুক (২২), সুহেল (২০), জালাল উদ্দিন (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মাহতাব মিয়া (২০), কবির (৩০), আরব আলী (৫৫), সেলিম (২৫), বিকরম (২২), কালাম (৪০) কে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া গ্রামের আখতার হোসেন ও রাজাপুর গ্রামের মাহতাব মিয়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে উভয় গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে কমপে ৩৫ জন আহত হয়।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শন্তি রয়েছে।