সিলেটে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি
সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এর ডেপুটি চিফ রিপোর্টার ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিনের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার বিকেলে জাতীয় মানবাধিকার আইনজীবী সোসাইটির সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক তাজ উদ্দিনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই কোনো অবস্থাতেই চিহ্নিত অপরাধীরা যেন পার না পায় সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।
সংগঠনটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আল আসলাম মুমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম সামিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবুল, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, মানবাধিকার আইনজীবী সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. এম. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি প্রমুখ।
গত শনিবার সন্ধ্যায় নগরীর মিরবক্সটুলায় সন্ত্রাসী হামলা গুরুতর আহত হন সাংবাদিক ও আইনজীবী তাজ উদ্দিন।
ঘটনার রাতে তিনি নিজে বাদী হয়ে নগরীর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ছাত্রদল ‘ক্যাডার’ রাইসুল ইসলাম সনিসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে এ মামলায় তিনজনকে আটক করেছে।
এদিকে, সাংবাদিক তাজ উদ্দিনের ওপর হামলার পর দিনই এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথাও বলেন।