নাছির চৌধুরী সুনামগঞ্জ বিএনপি’র আহ্বায়ক

নাছির উদ্দিন চৌধুরীকে সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক করা হয়েছে। বুধবার রাত ১১ টায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষনা দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দণি সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ সুনামগঞ্জ মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময় সুনামগঞ্জ জেলা বিএনপিসহ সব’কটি উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি ভেঙ্গে দিয়েছে বিএনপি’র চেয়ারপোর্সন বেগম খালেদা জিয়া।

রাত ১১ টায় চেয়ারপাসনের গুলশানের কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন চেয়ারপার্সনের পে এ ঘোষণা দেন।

তিনি আরো জানান, রাত সাড়ে ৯ টায় সুনামগঞ্জের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসেন দলের চেয়ারপার্সন।

ফারুক জানান, আগামী শনিবার জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক ক’টির সদস্যদের নাম ঘোষণা করা হবে।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদস্য বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক আছপিয়া, সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, দেওয়ান জয়নুল জাকেরীন, নাদের আহগমদ, সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল হক, আবুল মনসুর শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।

x