সওজ কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ঈদ ও বর্ষা মৌসুমে সড়ক ও জনপদ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবাদুল কাদের।

শুক্রবার বেলা ১২টার দিকে তেজগাঁও সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরে সওজ প্রকৌশলীদের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, কারও কোনো জরুরি প্রয়োজন পড়লে বা মানবিক কোনো ঘটনার মুখোমুখি হলে তাকে ছুটি দেওয়া যেতে পারে।

x