তাহিরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বড়দল দণি ইউনিয়নের হলহলিয়া গ্রামের শুক্রবার আহাদুল (৫) নামের এক শিশু নদীতে ডুবে মারা গেছে।

আহাদুল উপজেলার বড়ধল দণি ইউনিয়নের হলহলিয়া গ্রামের জহুর আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোজাখোজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১ টারদিকে প্রতিবেশীরা জামখালি নদীতে তার লাশ নদীতে ভাসতে দেখে আহাদুলের স্বজনদের খবর দেন । খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করেন।

বড়দল দণি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রউফ বিষয়টি সুনামগঞ্জ মিরকে নিশ্চিত করেছেন।

x