ছাতকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জের ছাতক পৌরসভায় হালিমা বেগম (২৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার শাহজালাল আবাসিক (সোরাব নগর) মহল্লা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
হালিমা ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি সুনামগঞ্জ মিরকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের শাহজালাল আবাসিক এলাকায় একটি টিনশেড বাসায় গত এক সপ্তাহ ধরে হালিমা দিনমজুর স্বামীকে নিয়ে বসবাস করে আসছেন।
শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাহির থেকে দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় হালিমার স্বামী বাবুল মিয়া কাজে বাইরে ছিলেন।
ওসি শাহজালাল মুন্সি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।