জামালগঞ্জে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের দণি কামলাবাজর গ্রামের শুক্রবার ভোররাতে অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতিহয়েছে।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলামের বাড়িতে ভোররাত ৩ টারদিকে বসত ঘরে আগুন লেগে দাউ দাউ করছে। গ্রামবাসীরা এগিয়ে গিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শফিকুলের বসত ঘরসহ ঘরে থাকা টিভি, ফ্রিজ ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
শফিকুল দাবি করেন, এ অগ্নিকান্ডে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বসত ঘরের পাশে লাকরি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে গ্রামবাসী ধারণা করছেন।
জামালগঞ্জের উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও)এসএম শফি কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উপজেলা প্রকল্পকর্মকর্তাকে পাঠানো হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতি সঠিক পরিমান পাওয়া যায়নি বলে ইউএনও জানান।