দিরাইয়ে টেম্পু চাপায় শিশুর মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই-ধল সড়কের ধলআশ্রম এলাকায় শুক্রবার টেম্পু চাপায় সব্যশাহী (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
শিশুটি উপজেলার তাড়ল ইউনিয়নের ধলচানপুর গ্রামের সেনু মিয়ার ছেলে।
প্রত্যদর্শীরা জানান, শিশুটি বাবার সঙ্গে তার মামার বাড়ি যায় বিকেল চারটার পার্শবর্তী গ্রাম ধলআশ্রম গ্রামে যায় সাড়ে চার টার দিকে বাবার সঙ্গে দিরাই-ধল সড়কের ধলআশ্রম এলাকায় সড়কের পাশ দিয়ে হাঠছিল। হঠাৎ দিরাই থেকে ধলগামী একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এসময় শিশুটি গুরুতর আহত হলে প্রথমে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে তার অবস্থবস্থার অবনতি হলে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিকেল পৌনে ৬ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দিরাই পৌর শহরের সুজানগর এলাকায় মৃত্যু বরণ করে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক ঘটনার সত্যত নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, ময়না তদন্তের জন্য শিশুরটির লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।