ছাতকে অগ্নিকান্ডে ১২ ঘর ভষ্মিভূত
সুনামগঞ্জের ছাতক উপজেলার গহরপুর গ্রামে শনিবার রাতে অগ্নিকান্ডে ১০টি ঘর ভষ্মিভূত হয়েছে।
উপজেলার সিংচাপইর ইউনিয়নের গহরপুর গ্রামের আসক আলী বাড়িতে রাত ৩ টারদিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ছাতক ফায়ার সার্ভিস জানায়, রাত ৩ দিকে প্রথমে রফিক মিয়ার বসতঘরে এ অগ্নিকান্ডে সূত্রপাত হয়। পরে পুরো হাটিতে ছড়িয়ে পরে।
এলাকাবাসী ছাতক ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১২ টি আধাপাকা ঘর ভষ্মিভূত হয়।
ছাতক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, ধারণা করা হচ্ছে, শত্র“তা বসত কেউ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।