সুনামগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সুনামগঞ্জে কৃষক লীগের বাংলাদেশ কৃষকলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলে শনিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা কৃষকলীগের নেতাকর্মীরা শহরে একব বণাঢ্য র্যালী বের করে। র্যালিটি শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি করে পুনরায় রমিজ কিপনীতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়।
পরে জেলা কৃষকলীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টুর সভাপতিত্বে ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নান্টু রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট হায়াদার চৌধুরী লিটন,অ্যাডভোটেক ফজলুল করিম, জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট সবিতা চক্রবর্তী, জেলা শ্রমিকলীগের সভাপতি ফজলুল হক,জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ চৌধুরী রাজন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম,দণি সুনামগঞ্জ উপজেলা কৃষকলেিগর সভাপতি ফয়জুর রহমান,তহিদুল ইসলাম প্রমুখ।