সুনামগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষবের গ্রামের মানসিক ভারসাম্যহীন স্বামীর রডের আঘাতে পাপিয়া (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। পাপিয়া উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষবের গ্রামের কামাল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, ভৈষবের গ্রামের মৃত আজিজুল হকে ছেলে কামাল মিয়া প্রায় ৫ বছর ধরে মানসিক রোগে ভুগছেন। তাকে চিকিৎসার পর বেশ কিছু দিন ধরে সুস্থ মনে হওয়ায় তাকে ছেড়ে দেয় পরিবারের লোকজন।
দুপুরে হঠাৎ স্ত্রী পাপিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে রড দিয়ে আঘাত করে কামাল। এসময় ঘটনাস্থলে পাপিয়া মারা যান।
মোহনপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম সুনামগঞ্জ মিররকে জানান, মৃত্যুর খবর শুনেছি। স্বজনরা স্বামী কামালকে আটক করে বেঁধে রেখেছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।