শ্রমজীবি শিশুদের কারিগরি শিক্ষা প্রদানে প্রবাসীদের উদ্যোগ

শ্রমজীবি শিশুদেরকে কারিগরি শিক্ষা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী চ্যারিটি সংগঠন ওয়াইএমও (ইয়ং মাইন্ড অর্গানাইজেশন) উদ্যোগ নিয়েছে।

শনিবার দুপুরে জগন্নাথপুর কামাল কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পরিচালক, কার্যনির্বাহী সদস্য, বৃটিশ নাগরিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মুহিত মিয়া, সংগঠনের কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমদ, তারা মিয়া, আব্দুল হামিদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যেক্তারা জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য স্থানের হতদরিদ্র পরিবারের শ্রমজীবি শিশুদেরও এর আওতায় নিয়ে আসা হবে। আইটি, ইংরেজি, বাংলা, অঙ্কসহ তাদেরকে কারিগরি শিক্ষা প্রদান করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।

x