দিরাইয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্মারকলিপি প্রদান
সুনামগঞ্জ দিরাই উপজেলার দিরাই-ধল সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রোববার উপজেলা নির্বার্হী কর্মকর্তার বরাবরে স্বারক লিপি দিয়েছে এলাকাবাসাী।
দুপুর ১২ টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের নিকট এ স্বাকরলিপি দেন এলাকাবাসী।
স্বারকলিপিতে তারা উল্লেখ করেন, উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রামের অর্ধশতাধিক গ্রামবাসী স্বারিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিরাই- ধল সড়কে অদ চালক, মেয়াদ উত্তীর্ণ টেম্পেু ও সিএনজি চালিত অটোরিক্সা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে।
অদ চালকদের দ্বারা গাড়ি চালানোর ফলে এ সড়কেকে অহরহ ঘটছে দুর্ঘটনা । এতে প্রাণহানিসহ পঙ্গত্ব বরণ করছেন যাত্রীরা।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, দিরাই থেকে মাত্র ৮ কিলোমিটার রাস্তায় ভাড়া ২০ টাকা নেয়া হলেওগাড়ি গুলোতে হর্ণ, লাইট ও ব্রেক নেই। এমনকি চালকদের ও গাড়ির কোন লাইসেন্স নেই ।
এব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তপে কামনা করেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল অদ চালকের কারণে অকালে ঝরে গেছে দিব্যশাহী(৫) নামের এক শিশু নিহত হয়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন স্বারকলিপি প্রাপ্তির বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।