ছাতকে আগুন লেগে ৮ লাখ টাকার ক্ষতি
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের দক্ষিণ আগবাড়ি এলাকায় আগুন লেগে ২টি ঘর পুড়ে গেছে।
এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘর ২টির মালিক সুনীল দাস ও সুমন দাস।
রোববার সকাল ১১টার দিকে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সুনীলের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের সুমনের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে মালপত্রসহ সুনীল ও সুমন দাসের ২টি আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। তাদের দাবি, এতে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ছাতক ফায়ার সার্ভিসের টিম লিডার শামছুজ্জামান পীর বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।