হলমার্কের বিরুদ্ধে ১৩তম অর্থঋণ মামলা সোমবার

ইতিহাসের বৃহত্তম ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরো একটি অর্থঋণ মামলা দায়ের করছে সোনালী ব্যাংক।

সোমবার সকালে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকটির নিবাহী কর্মকর্তা আব্দুস সালাম ঢাকার প্রথম অর্থঋণ আদালত মো. রবিউজ্জমানের আদালতে এ মামলা দায়ের করবেন।

সোনালী ব্যাংকের অন্যতম আইনজীবী জাহাঙ্গীর হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, মামলার প্রস্তুতি শেষ হয়েছে। সোমবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করা হবে।

তিনি বলেন, হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালমার্ট ফ্যাশনস লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হবে। এটি হবে হলমার্ক গ্রুপের কাছে টাকা আদায়ের জন্য সোনালী ব্যাংকের ১৩তম মামলা।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ালমার্ট ফ্যাশনস লিমিটেডের কাছে সুদসহ ২২৬ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৭৬৭ টাকা খেলাপিঋণ আদায়ের জন্য এ মামলা দায়ের করা হচ্ছে।

খেলাপিঋণের টাকা আদায়ের জন্য এর আগে সোনালী ব্যাংক হলমার্কের বিরুদ্ধে ১৬১ কোটি ৮২ লাখ ২২ হাজার ১৭ টাকা আদায়ের জন্য মোট ১২টি মামলা দায়ের করে।

পরবর্তীতে আরো মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর।

x