উদ্যোক্তা ও ব্যাংকের সমন্বয় হলে দেশ এগিয়ে যাবে

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন বরেছেন, উদোক্তা ও ব্যাংকের সমন্বয় হলে বাংলাদেশ এগিয়ে যাবে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাকেরীন বলেন, সুনামগঞ্জের ব্যবসায়ী ও উদোক্তাদের উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনারা উৎপাদনে আপনারা এগিয়ে আসুন। ব্যাংক গুলোও আপনাদের পাশে দাড়াবে।

পূবালী ব্যাংক সিলেট পশ্চিত অঞ্চলের প্রধান দিলীপ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠনে জাকেরীন বলেন, উদোক্তারা ব্যাংক বান্ধব আচরণ করলে ব্যাংকও এর জবাবে স্বল্প সুদে উদোক্তাদের ঋণ দিয়ে সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, ব্যাংক ও উদোক্তাদের সুষ্ঠু সমন্বয় থাকলে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে।

প্রধান রিসোর্স পার্সনের বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলো মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হেসেন বলেন, সিলেট বিভাগের ব্যংক গুলোতে ২৬ হাজার কোটি টাকা ডিপোজিট রয়েছে। মাত্র ৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বাকী ২১ হাজার কোটি টাকা অলস ব্যাংকে পরে আছে।

সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে দুৃপুর পৌনে ১ টা পর্যন্ত চলে পূবালী ব্যাংকের এসএমই বিষয়ক সেমিনার ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠনে।

নারীদের অর্থয়ণের মূল স্রোত উলেখ করে তিনি বলেন তায়নে মাঝারী নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ দেবে ব্যাং গুলো।

তিনি বলেন, পূবালী ব্যাংক নিজস্ব তহবিল থেকে মাত্র ১০ শতাংশ সুদে নারীদের ঋণ দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খায়রুল হুদা চপল বলেন, সুনামগঞ্জে অফুরন্ত প্রাকৃতিক সম্পাদ রয়েছে। এগুলোকে কাজে লাগাতে হলে। ব্যবসায়ী ও উদোক্তাদের ব্যাংক গুলো সহজ শর্তে ঋণ দিলে এখানকার ব্যবসায়ীরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সম হবে।

পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সাঊদ শিকদার, সিলেট অঞ্চলের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবির, মৌলভীবাজার অঞ্চর প্রধান আহমেদ এনায়েতদ মঞ্জুর ।

ব্যাংক কর্মকর্তা জাকিয়া সুলতানার পরিচালনায় উরেদ্যাক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলার ব্যবসায়ীদের পে সিরাজ- উদ-দৌলা তালুকদার, মোখলেছুর রহমান লাল মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা থেকে কাজি নাসিম উদ্দিন লাল, নারী উদ্যোক্তা রুবিনা আক্তার, আবুল খয়ের, সমুজ আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৩টি শাখার উদ্যেক্তাদের মধ্যে ৭৮ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

x