জগন্নাথপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাকের চাপায় সাদিয়া বেগম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মমিনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সাদিয়া (৪) ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে জগন্নাথপুর পৌরসভার মমিনপুর গ্রামে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে একটি ট্রাক সাদিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
ওসি আরো জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে। শিশুটির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।