ছাতকে ঐতিহ্যবাহী ষঁড়ের লড়াই

সুনামগঞ্জের ছাতক উপজেলার বৌলা গ্রামের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ষাড়ের লড়াইয়ে অংশ নিতে বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নিতে বৌলার মাঠে এসে পৌছে।

ষাড়ের এ লড়াই দেখতে সুনামগঞ্জের ছাতক, দোয়ারা, জগন্নাথপুর এবং সিলেটের কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার হাজারো উৎসুক জনতা বৌলা গ্রামের মাঠে এসে জড়ো হন।

প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ষাড়গুলোকে হচ্ছে, সাদা মানিক, অশান্তি পাগলা, বাজিঘর, কালাবারুদ, লাল পাগলা, কালো নাগ ও রুকন পাগলাসহ বিভিন্ন বৈচিত্রময় নামের অর্ধশ ষাঁড় লড়াইয়ে অংশ নেয়।

স্থানীয়দের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী ষাড়ের মালিকদের হাতে আয়োজক কমিটির প থেকে রঙ্গিন টেলিভিশন ৩টি, মোবাইল সেট ৪টি, ফিল্টার ৯টিসহ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার তুলে দেয়া হয়।

x