সুনামগঞ্জে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে র্যাব
সুনামগঞ্জ সদর উপজেলার সুনমা ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে বুধবার ৪৮৫ বোতল ভারতীয় মদসহ সোহেল মিয়া(২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৯ সিপিসি-৩(সুনামগঞ্জ ক্যাম্প)।
সোহেল সৈয়দপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
র্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পনাী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন’র নেতৃত্বে র্যাব সদস্যরা গ্রামের আবুল কাসেম মিয়ার বাড়ীর উত্তর পাশের ডোবা থেকে ৪৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে র্যাব-৯ সিপিসি-৩(সুনামগঞ্জ ক্যাম্প) ।
বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্তর্যাব-৯ র্যাব-৯ সিপিসি-৩(সুনামগঞ্জ ক্যাম্প) এ অভিযান চালায় ।
র্তা পৌনে ৯ টায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ র্যাব-৯ সিপিসি-৩(সুনামগঞ্জ ক্যাম্প) এর কার্যালয়ে এক প্রেসব্রিফিং-এ কোম্পনাী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, সৈয়দপুর গ্রামের জৈনক আবুল কাশেমের ডোবা থেকে ৪৭০ বেতাল ভারতীয় অফির্সাস চয়েস হুইস্কি এবং ১৫ বোতল এসি হুইস্কি উদ্ধার করে র্যাব।
এসময় উদ্ধাকৃত ভারতীয় মদের সঙ্গে সম্পর্ক থাকার সন্ধেহে সোহেল মিয়াকে আটক করা হয়।
মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত মাদকের মূল্য ২ল টাকা।
তিনি আরো জনান, এব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়রের প্রস্তুতি চলছে।