ব্যারিষ্টার আনোয়ার ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জে ব্যারিষ্টার আনোয়ার হোসেন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীা- ২০১৩ এর বৃত্তিপ্রাপ্ত শিার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহ¯পতিবার বিকেল ৫টায় উপজেলার জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্ িবিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান।

ফাউন্ডেশনের সভাপতি ও জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শচীন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জয়কলস ইউপি চেয়ারমযান মো. মাসুদ মিয়া, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এম সি’র সভাপতি মো. শাহজাহান মিয়া, সাংবাদিক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।

সহকারী শিক আবু ইছহাকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও বৃটেন প্রবাসী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, পুর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আবুল কাশেম, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো. ইউসুফ আলী, জেবিবি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক মামুন আহমদ, জীবদারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক মাওলানা দেলোয়ার হোসেন, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিগণিত) মুস্তাফিজুর রহমান, সহকারী শিক এরশাদ আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে ৮ম শ্রেনীর ১৩ জন ও ৯ম শ্রেণীর ১৭জন বৃত্তি প্রাপ্তদের মধ্যে পুরুষ্কার ও সনদ বিতরণ করেন অতিথি বৃন্দ ।
উল্লেখ, উপজেলার ১৩টি বিদ্যালয়ের শিার্থীরা এ বৃত্তি পরীায় অংশ নেয়।

অনুষ্ঠনে উপজেলার শ্রেষ্ঠ শিক জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শচীন্দ্র চন্দ্র সরকার ও সহকারী প্রধান শিক ডা. নজরুল ইসলাম কে ক্রেস্ট প্রদান করা হয় ।

x