তরু’র পুরুষ্কার বিতরণ
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে সাহিত্য পত্রিকা তরু’র কুইজ-২ এর পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার পাগলা হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে হল
তরু’র উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডা. শাকিল মুরাদ আফজলের সভাপাতিত্বে পুরষ্কার বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাগলা হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক আরব আলী।
পত্রিকার নির্বাহী সম্পাদক মুবিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপদেষ্ঠা মন্ডলীর অপর সদস্য ও পাগলা হাই স্কুল এন্ড কলেজের শিক মো. আলাউদ্দিন, সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, পাগলা হাই স্কুল এন্ড কলেজের শিক দিলীপ কুমার দে, রুবী রাণী তালুকদার, মৃদুল চন্দ তালুকদার।
আলোচনা সভা শেষে অতিথিরা কুইজ বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।