ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে হবে

জেলা বিএনপি’র সাবেক সাধরাণ সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ব্যক্তিস্বার্থ ত্যাগ কওে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রী কর্মসূচি পালন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বাগবাড়িস্থ দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মিলন বলেন, আওয়ামী জালিম সরকারের পতন ঘটাতে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কোন বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৃনমুল পর্যায়ে আন্দোলন আরো বেগবান করতে দলকে সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন। গণতন্ত্রের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, উপজেলা বিএনপি নেতা হাজী রুহুল আমীন, সামছুর রহমান বাবুল, জাহেদুল ইসলাম আহবাব, হিফজুল বারী শিমুল, মনির উদ্দিন মেম্বার, সামছুদ্দিন, আব্দুল আউয়াল, মেহেদী হাসান সোনা মিয়া, আলী হোসেন মানিক, নাজমুল মেম্বার, ক্বারী আছকির আলী, আলা উদ্দিন, আকিল আলী, হানিফ আলী, শফিক আলী, যুবদল নেতা রাসেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, গোলাম দস্তগীর জীবন প্রমুখ।

এ সময় ছাতক প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর-রশিদ, সদস্য বিজয় রায়, রেজাউল করিম, নুরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, আমিনুল ইসলাম আজির, ফটোসাংবাদিক আমির আলীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

x