ছাতকে কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ
ছাতকে বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ব্যাংক কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেবি ছাতক শাখা ব্যবস্থাপক ফয়জুর রহমান শহির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অঞ্চলের কৃষি ব্যাংকের মহা ব্যবস্থাপক নাসির উদ্দিন তালুকদার, সুনামগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক ফিরোজ আলম ভূইয়া, সিলেটের আঞ্চলিক নিরক মঞ্জুরুল হক।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ব্যাংক কর্মকর্তা দিলীপ চৌধুরী, নাসির উদ্দিন, পরিদর্শক মোয়াজ্জেম হোসেন, ডাটা-এন্ট্রি অপারেটর দেবাংশু বিশ্বাস প্রমূখ।