‘সন্ত্রাসবাদ সারাবিশ্বের জন্য হুমকি’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসদুজ্জামান খান কামাল বলেন, ‘সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের জন্য নয় সারাবিশ্বের জন্য হুমকি। তাই সন্ত্রাসবাদকে মোকাবেলা করার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার বিকেল ৫টায় মিরপুর পুলিশ স্টাফ কলেজে সন্ত্রাস দমনে বিকল্প পন্থা বিষয়ক এক কর্মশালার শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদ নির্মূলের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের সংগঠনগুলো কার্যক্রম তৈরির শুরুতে দমন করা গেলে তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে চায়। সন্ত্রাস দমনে বাংলাদেশে যে সকল এজন্সিগুলো রয়েছে তাদের মধ্যে একটি সম্বনয় থাকা দরকার। পাশাপাশি আন্তর্জাতিকভাকে বিভিন্ন এজেন্সির সঙ্গে সমন্বয় করে সন্ত্রাস নির্মূলে কাজ করা দরকার।’
সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা গভেষক ড. রোহান গুণারত্নে বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ। এদেশের মানুষ সন্ত্রাস বা সহিংস হতে পারে না। বাংলাদশের আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ নির্মূলে সফলতা দেখিয়েছে। তাদের দক্ষতার কারণে এদেশে জঙ্গি কার্যক্রমের জড়িত সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি।’
মিরপুর পুলিশ স্টাফ কলেজ ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক রাজনৈতক সহিংসতা ও সন্ত্রাস গবেষণা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে চারদিনব্যাপী সন্ত্রাসবাদ দমনে বিকল্প পন্থা বিষয়ক প্রশিক্ষণের শেষদিন ছিল বৃহস্পতিবার।
প্রশিক্ষণে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে ১৬ জন, বিজেবির ২ জন, নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই- ১ জন, এনএসআই’র ২ জনসহ বিভিন্ন সংস্থার ২২ জন কর্মকর্তা অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
– See more at: http://www.thereport24.com/?page=details&article=60.29691#sthash.SfZ8phuI.dpuf