গোয়াইনঘাটে দেবরের হাতে দুই ভাবি খুন

সিলেটের গোয়াইনঘটে উপজেলার পশ্চিম পান্থমাই গ্রামে দেবরের হাতে দুই ভাবি খুন হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) ও জমু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫২)। পুলিশ ঘাতক মোকাদ্দস মোখনকে (৫২) আটক করেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবদুল হাই জানান, আমির উদ্দিন ও জমু মিয়ার চাচাতো ভাই মোকাদ্দস মোখন। দীর্ঘদিন তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে ঝগড়া লাগে। এক পর্যায়ে মোকাদ্দস দা নিয়ে দুই ভাবিকে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

x