সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার কে সুনামগঞ্জ প্রেসকাবের সংবর্ধনা

জাতীয় সংসদের সংরতি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী) কে সংবর্ধনা দিয়েছে প্রেসকাব।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় প্রেসকাব মিলনায়তনে প্রেসকাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট শামছুন নাহার বেগম।

প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসকাবের সাধারণ সম্পাদক অধ্য শেরগুল আহমেদ,দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি রওনক আহমেদ।

অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, প্রেসকাবের কোষাধ্য ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর,দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি ঝুনু চৌধুরী, মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সাংবাদিক সাহাব উদ্দিন,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মাসুম হেলাল,সময় টেলিভিশনের প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র প্রমুখ।

শেষে প্রেসকাব নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথির হাতে ক্রেষ্ট তুলে দেন।

x