জগন্নাথপুরে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গাধিয়ালা গ্রামে ভাতিজার ঘুষিতে চাচা নজির আলীর (৬০) মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নজির আলী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গাধিয়ালা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নজির আলীর সঙ্গে তার ভাতিজা এমরান মিয়ার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাজিতা এমরান ও চাচা নজির আলীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় এমরান আলীর ঘুষি লেগে নজির আলী জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, নজির আলীর শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।