দিরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন
সুনামগঞ্জর দিরাই উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিঘাতে সাঈদ (২৬) নামে এ ওয়ার্কসপ মেকানিক খুন হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামের আব্দুল গণির ছেলে।
এঘটনায় পুলিশ ঘাতক নারায়ণকে আটক করেছে। নারায়ণ জেলার শাল্লা উপজেলার গোবিন্দপুর গ্রামের ফুল কুমার চন্দ্র দাসের ছেলে এবং দিরাই বাসস্টেন্ড এলাকার টায়ারের দোকানদার।
পুলিশ জানায়, সকালে সাঈদ টায়ার দোকানদার নারায়ণের দোকানে একটি টায়ার মেরামত করতে যায়। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নারায়ণ ছুরি দিয়ে সাঈদের বুকে ঘা মারে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক নারায়ণকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সাঈদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।