সিরাজগঞ্জের অপহৃত ব্যবসায়ীর লাশ সিলেটে উদ্ধার
অপহরণের ৫ দিন পর সিরাজগঞ্জের ব্যবসায়ী আবুল কাশেমের লাশ সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে দক্ষিণ সুরমার রায়েরগাঁও- এর মাসুম মিয়ার বাড়ির সেফটি ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ব্যবসায়ী আবুল কাশেম পাঁচ দিন আগে সিরাজগঞ্জ থেকে অপহরণ হয়। এ ঘটনায় সিরাজগঞ্জের চৌহালী থানায় একটি অপহরণ মামলা করে কাশেমের পরিবার।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত বলেন, ‘নিহত ব্যবসায়ীকে চরমপন্থীরা অপহরণ করে হত্যা করে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।’
নিহতের স্বজনরা জানান, সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে কাশেমের এক আত্মীয়কে লাশের সন্ধান দেয়। ওই ফোনের সূত্র ধরে তারা সিলেটের দক্ষিণ সুরমা থানার সঙ্গে যোগাযোগ করেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ রায়েরগাঁও- এর মাসুম মিয়ার বাড়ির সেফটি ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার করে।
ওই বাড়িতে মাসুম মিয়ার ভাড়াটেরা থাকত। বাড়ির ভাড়াটিয়ারা পাঁচ দিন আগে বাড়ি ছেড়ে চলে গেছে বলে দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে।