সুনামগঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আজাদের মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের ৯ম মৃত্যুবার্ষিকী সুনামগঞ্জে পালিত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের রমিজ বিপণির কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
এদিকে, জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বিকেল ৩টায় জেলা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার আক্তাপাড়া বাজারে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলার দরগাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বোধন মেম্বারের সভাপতিত্বে ও সাবেক ইউপি মেম্বার আব্দুল মালিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন,আওয়ামী লীগ নেতা সমিরুল ইসলাম শান্তু মিয়া,এম এ মতিন,আফতরাজ চৌধুরী,দুলাল চৌধুরী, ইলিয়াছুর রহমান,জবর আলী,হাজী আইনুল হক,নুরুল ইসলাম,হুমায়ুন কবির,প্রবাসী আওয়ামী লীগ নেতা আমিরুল হক, সুরুজ আলী মেম্বার, দরগাপাশা ইউপি সদস্য শাহ সালমা হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা শায়েখ মিয়া ও পাভেল আহমদ প্রমুখ।
অপরদিকে, জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু ও মুক্তাদীর আহমদ প্রমুখ।