বঙ্গবন্ধুর টেবিল-চেয়ারে শেখ হাসিনার বৈঠক
সেই টেবিল চেয়ার। একই আসবাব-পত্র। ১৯৭২ সালের ১২ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রিসভার বৈঠকে এইসব চেয়ার-টেবিল ব্যবহার করে বৈঠক করেছিলেন। রোববার সেই চেয়ার টেবিলেই বৈঠক করলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজের সরকারি বাসভবন গণভবনের পাশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিলো। স্বাধীন বাংলাদেশে তখন সেটিই ছিলো রাষ্ট্রপ্রধানের কার্যালয়। সেখানেই প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠকের শুরুতেই প্রতিরক্ষা সচির হাবিবুল আউয়াল প্রধানমন্ত্রীকে জানান, যে চেয়ার-টেবিলে বৈঠকটি চলছে সেগুলো তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যবহার করতেন সেসময়ের বৈঠকগুলো করার জন্য।
১৯৭২ সালের ১২ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে এই ভবনটিতে অফিস করা শুরু করেন। এরপর দেশ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় পরিচালিত হওয়ার আগে পর্যন্ত ওই ভবনেই অফিস করতেন বঙ্গবন্ধু।
রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভবনের যে কক্ষটিতে বসতেন রোববার সেটিও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।