সুনামগঞ্জে আইনগত সহায়তা দিবস উদযাপন

গরীবের মামলারভার বহন করবে সরকার এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।

সোমাবার সকাল সোয়া ৯ টায় সুনামগঞ্জ আদালত প্রঙ্গন থেকে এক বর্ণ্যঢ্য শোভা যাত্র বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবি সমিতির প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা ও আইন সহায়তা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আবদুল হান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ হারুণ অর রশিদ।

যুগ্ম জজ আজিজুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সহকারি জজ(দিরাই) মহিউদ্দিন, জেলা আইন জীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেশ প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মহিউদ্দিন।

x