ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক টিআর সেল নিক্ষেপ

সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯ টায় থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলার মুক্তির গাঁও ও গণেশপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের ছাতক ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশিদ বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ সুপার(পূর্ব) হেমায়েতুল ইসলামের এর নেতৃত্বে দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলার মুক্তির গাঁও গ্রামের লিলু মিয়ার মোটর সাইকেলের ধাক্কা লাগে গণেশপুর গ্রামের জাহাঙ্গীরের পায়ে। পরে এ ঘটনার জের ধরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোক অহত হয়।

x