জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামে সোমবার তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে।
গুরুত্বর আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত াবদাল হোসেন, আফিয়া বেগম, ইসস্তার আলী, ইমরান আহমদ, রফিকুল ইসলাম, সুমন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যান্য আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে গ্রামের ইছার আলীর ছেলে নাহিম ও রিপন বাড়ির পাশ্বের একটি নলকুপে পানি আনতে গেলে একই গ্রামের ইসস্তার আলীর ছেলে কামাল মিয়া বাধাঁ দেয়। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটির এক পযার্য়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজামান বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।