এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১
সিলেটের এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতের নাম জানা যায়নি।
শফিকুর রহমান চৌধুরী ও আজাদ-রঞ্জিত গ্রুপ ছাত্রলীগের মধ্যে সোমবার দুপুর আড়াইটায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশের উপকমিশনার মো. রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’