জামালগঞ্জে গাঁজাসহ আটক ১
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের রামনগর গ্রাম থেকে ২০ কেজি গাজাসহ মঙ্গলবার মনু মিয়া (৬০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
মনু মিয়া সাচনা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মহব্বত উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, দুপুর সোয়া ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিকে জামালগঞ্জ থানার এক দল পুলিশ রামনগর গ্রামের অভিযান চালায়। একপর্যায়ে গ্রামের মনু মিয়ার বসত ঘরের খাটের নীচ থেকে ২০ কেজি গাজা উদ্ধার করে। এসময় ঘরের মালিক মনু মিয়াকে আটক করে।
জামালগঞ্জ থানার এসআই সাইফ উল্লাহ সুনামগঞ্জ মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।