সিলেটে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সিলেটের শাহপরাণ এলাকায় মঙ্গলবার বিকেল সোয়া ৫টা থেকে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় রাস্তার দুইপাশে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
জানা গেছে, রবিবার রাতে কালবৈশাখী ঝড়ে সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়। দুই দিন পরও তা কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। যার ফলে সিলেট সদর উপজেলার শাহপরাণ, বাহুবলসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। তাই এলাকাবাসী বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। স্থানীয় বাসিন্দা ফজলে এলাহী সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএমপি’র শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসী বিদ্যুতের দাবিতে প্রায় পৌনে ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ দেওয়া হবে এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।