বিশ্বনাথে এক মাছের দাম ৮০ হাজার টাকা!

সিলেটের বিশ্বনাথ বাজারে ৬০ কেজি ওজনের একটি বাঘাড় মাছ নিয়ে এসেছেন সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী। বুধবার মাছটির দাম হাঁকা হয় ৮০ হাজার টাকা।

বিশাল আকৃতির মাছ বাজারে নিয়ে আসার খবরে উৎসুক জনতা ভিড় করেন। এর আগে এত বড় মাছ কেউ দেখেননি বলে অনেক ক্রেতা জানান।

মনির মিয়া নামের এক ক্রেতা বলেন, ‘মাছের দাম বেশি চাওয়ায় কিনতে পারেনি। তবে এটা ঠিক এত বড় মাছ কখনও দেখা যায়নি।’

মাছ বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘সিলেট নগরীর কাজির বাজার থেকে তিনি বাঘাড় মাছটি বিক্রি করতে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘যদি সন্ধ্যা পর্যন্ত একা কারও পক্ষে মাছ কেনা সম্ভব না হয়, তাহলে মাছটি কেটে তিনি প্রতি কেজি এক হাজার দরে বিক্রি করবেন। এতে অনেকেই মাছটি কিনতে পারবেন।’

x